নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বনানীতে ‘শহীদ যায়ান চৌধুরী মাঠ‘ উদ্বোধন করা হয়েছে। মাঠ উদ্বোধন উপলক্ষে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) একাদশ বনাম সংসদ সদস্য একাদশের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।
শনিবার (৬ মার্চ) সকাল ১১টায় বনানী-১ চেয়ারম্যানবাড়ী এলাকায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শহীদ যায়ানের নানা শেখ ফজলুল করিম সেলিম এমপি মাঠটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলুল করিম সেলিম বলেন, অল্প বয়সেই যায়ান খোদাভিরু ছিল। পাঁচ বছর বয়সেই সে আরবি পড়তে শিখে। সে বেঁচে থাকলে অনেক ভালো মানুষ হতো, মানুষের উপকার করতো। এ মাঠ যতদিন বেঁচে থাকবে, যায়ান ততদিন বেঁচে থাকবে।
তিনি বলেন, এ মাঠ করার জন্য আমরা সিটি করপোরেশনকে বলিনি সিটি করপোরেশন আমাদের প্রস্তাব দেয় যে, এ মাঠে যেহেতু যায়ান খেলাধুলা করতো, আমরা সেই মাঠ তার নামে দিতে চাই। আমরা সেটাকে স্বাগত জানিয়ে গ্রহণ করি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহীদ যায়ান চৌধুরীর দাদা মতিনুল হক চৌধুরী, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, যায়ান চৌধুরীর বাবা মশিউল হক চৌধুরী ও ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
স্বাগত বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থপতি ইকবাল হাবিব। উপস্থিত ছিলেন ডিএনসিসি’র কাউন্সিলরগণ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, নগরবাসীর বিনোদনের জন্য প্রায় সাড়ে ৫ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে অত্যাধুনিক সুবিধাসম্বলিত দৃষ্টিনন্দন এই মাঠ নির্মাণ তৈরি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এই মাঠে খেলাধুলা, হাঁটাসহ বিনোদন করতে পারবেন নাগরিকরা।
তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে মাঠ ও পার্ক করা হচ্ছে। যা সবার জন্য উন্মুক্ত থাকবে।
মাঠ উদ্বোধনী অনুষ্ঠান শেষে উত্তর সিটি করপোরেশন একাদশ বনাম সংসদ সদস্য একাদশের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। টস জিতে সংসদ সদস্য একাদশ প্রথমে ব্যাট করতে মাঠে নামেন। এতে অংশ নেয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইলের এমপি ক্রিকেটার মাশরাফী। চার নম্বরে ব্যাট করতে নেমে মাশরাফী দুই ওভারে দুটি চার মারেন। পরে ডিএনসিসি একাদশের হয়ে খেলা সানি নামের এক তরুণ পেস বোলারের বলে ক্যাচ তুলে দেন মাশরাফী। খেলেছেন, শিক্ষা প্রতিমন্ত্রী নওফেল, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, শেখ তন্ময়, নিক্সন চৌধুরী, রাজ্জাক।
উত্তর সিটি করপোরেশন একাদশের হয়ে ম্যাচে অংশ নেন মেয়র আতিকুল ইসলামসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা। অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচে ডিএনসিসি ২ ইউকেটে জয়লাভ করে।
উল্লেখ্য, মাত্র ৮ বছর বয়সে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত হয়েছেন যায়ান চৌধুরী। যায়ান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের নাতি। ২০১৯ সালের ২১ এপ্রিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি বিলাসবহুল হোটেলে এই হামলা হয়।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..