বঙ্গবন্ধু
শান্তনু সত্য
যদি পেতাম একটি বর, আনতাম তোমায় ফিরিয়ে আরেকটি বার
ভেঙে ফেলতাম যদি থাকতো বন্ধ তোমার দ্বার।
তোমায় দেখে বাঁচতে শিখিছে আমরা নতুন করে
স্মৃতি হয়ে বেঁচে রয়েছো তুমি বাংলা জুড়ে।
স্বাধীন দেশের স্বাধীন মানুষ সবটা তোমার জন্য
তোমায় ছাড়া সোনার বাংলা পুরোটায় আজ শূন্য
হেঁটছো তুমি কাঁটার রাস্তায় হওনি তুমি ক্লান্ত
খারাপের কাছে দূর্গম তুমি ভালোর কাছে শান্ত।
কখনও সহজ, কখনও কঠোর, কখনও বা তুমি ভালো
তোমার হাতের ছোঁয়াই কেটে গেছে অন্ধকারের কালো।
বজ্রের ন্যায় কণ্ঠ তোমার সাথে বিশাল একটা মন
তোমার শিক্ষায় চলবে সব বাংলার মানুষজন।
ভুলবো কেমনে তোমায় আমরা স্মৃতি রয়েছে ছড়িয়ে
অন্ধকার থেকে আনবো আমরা রক্তিম সূর্যকে ছিনিয়ে
চলবো আমরা তোমার পথে, অন্যায়কে দেবো না ঠায়
বাংলার তুমি বন্ধু হয়ে রবে চিরকাল আমাদের মনের কোঠায়।
লেখক : শিক্ষার্থী
বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং এন্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কাদিরাবাদ সেনানিবাস, নাটোর
ডিপার্টমেন্টঃ ইংরেজি