স্পোর্টস ডেস্ক: প্রথম দুই ম্যাচ জিতে বেশ উড়ন্তভাবেই বিশ্বকাপ শুরু করা পাকিস্তানকে মাটিতে নামিয়ে আনলো ফেবারটি ভারত। ভারতের কাছে নাস্তানাবুদ হয়ে সবদিকের সমালোচনাই সহ্য করতে হচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের। ভারতের বিপক্ষে অল্প রানে গুটিয়ে গিয়ে বোলারদের দিকেই তাকিয়ে ছিল পাকিস্তান। কিন্তু সেখানেও শাহিন আফ্রিদি, হারিস রউফরা হতাশ করেছেন।
শাহিন আফ্রিদিকে ভক্তরা নতুন ওয়াসিম আকরাম বলে থাকেন। সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রি ভক্তদের উচ্চাকাঙ্ক্ষাকে সীমিত করার পরামর্শ দিয়েছেন। রবি শাস্ত্রি বলেন, ‘শাহিন ভালো বোলার, সে নতুন বলে দ্রুত উইকেট নিতে পারে। কিন্তু আপনাকে স্বীকার করতে হবে, যদি নাসিম শাহ না খেলে এবং পাকিস্তানের এইরকম স্পিন বোলিং থাকে তাহলে শাহিন কখনোই ওয়াসিম আকরাম নয়।’
ভারত-পাকিস্তান ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার উইকেট পেলেও তার আগে ৬৩ বলে ৮৬ রানের ঝকঝকে ইনিংস খেলে গেছেন তিনি। এর আগের ম্যাচ গুলোতে রোহিতের জন্য আতঙ্ক হয়ে আসলেও এই ম্যাচে তার কিছুই প্রমাণ করতে পারেননি শাহিন।
রবি শাস্ত্রি বলেন, ‘সে অবশ্যই ভালো বোলার কিন্তু তাকে নিয়ে এমন উচ্চবাচ্য করার কিছু নাই। একজন খেলোয়াড় যদি সামান্য ভালো খেলোয়াড় হন তাহলে আমাদের অতিরঞ্জিত করে অনেক ভালো খেলোয়াড় বলা থেকে বিরত থাকা উচিত। সে কখনোই সেরা খেলোয়াড় নন, এটা আমাদেরকে মেনে নিতে হবে।’