মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে এক বাস চালককে মারপিট, থানায় অভিযোগ।
জানা যায়, উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের ধাওয়াগীর মধ্যপাড়া গ্রামের বাচ্চু মিয়া’র ছেলে সাজু মিয়া মঙ্গলবার সকাল ৬ টার দিকে মটর সাইকেল যোগে রহবল বন্দরে যাওয়ার সময় একই গ্রামের সাহেবুল্লাহর পুত্র ইমান আলী, তার ছেলে জাকির হোসেন সহ ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল লোহার রড, চাকু ও লাঠি-শোটা হাতে নিয়ে মটর সাইকেল এর পথরোধ করে। হামলকারীরা তাকে বেধরক মারপিট করে । এক পর্যায়ে হালকারীরা তার মাথায় লোহার রড দ্বারা আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। বর্তমানে সে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ব্যাপারে সাজু মিয়া বলেন, প্রতিদিনের ন্যায় আমি বাস চালানোর জন্য মটর সাইকেল নিয়ে রহবল বন্দরে যাওয়ার সময় ইমান আলী সহ তার লোকজন আমাকে মারপিট করে আমার কাছে থাকা ১৫ হাজার টাকা, ২টি মোবাইল সেট ও মটর সাইকেল কেড়ে নেয়।
তিনি আরো বলেন, গত কয়েক দিন পূর্বে এই এলাকার একটি বাল্য বিয়ে সংক্রান্তে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ও বেশ কয়েক জনকে প্রশাসন আটক করে । এ ঘটনায় আমাকে সন্দেহ ও চক্রান্ত মূলক ভাবে আমার উপর মিথ্যা দোষ চাপিয়ে তারা হামলা করেছে। অথচ ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।
এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান এর সাথে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।