মুন্সীগঞ্জ প্রতিনিধি: শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে কর্মস্থলে যোগ দিতে ঢাকামুখী নানা শ্রেণি-পেশার মানুষের ঢল পড়েছে ঘাটপ্রান্তে। মঙ্গলবার সকাল থেকেই কাঠালবাড়িঘাট হয়ে লঞ্চ, স্পীডবোট ও ফেরী যোগে যাত্রীরা শিমুলিয়া ঘাটে এসে ভিড়ছে। তবে ফেরী সল্পতার কারণে অধিকাংশ যাত্রীরা লঞ্চ ও স্পীডবোটে পদ্মা পারি দিচ্ছে। প্রতিকূল আবহাওয়া ও নদীতে তীব্র স্রোত থাকায় শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে বর্তমানে ৪টি রোরো সহ মোট ৭টি ফেরী চলাচল করছে। এসব ফেরীতে অন্যান্য যানবাহনের চেয়ে মোটরসাইকেলের আধিক্য রয়েছে।
এদিকে শিমুলিয়াঘাটে গনপরিবহন সংকটের কারনে ঘাটপ্রান্তে এসে ফেরি থেকে নামতে একে অপরের শরীরের ওপর দিয়ে রীতিমতো প্রতিযোগিতায় লেগে যাচ্ছে যাত্রীসাধারণ। গনপরিবহন সংকটে যাত্রীদের দীর্ঘক্ষণ ঘাট এলাকায় অবস্থান করতে হচ্ছে। এতে ভোগান্তিতে পরতে হচ্ছে অনেক যাত্রীকে। কোনো উপায না দেখে তারা আটো, সিএনজি, টেম্পো,নসিমন, করিমন, উবারের অফলাইনের মোটরসাইকেল ও গাড়িতে করে ভেঙে ভেঙে তারা গন্তব্যে ফিরছে। এতে তাদেরকে কয়েকগুন বেশি ভাড়া গুনতে হচ্ছে।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) আব্দুর নূর তুষার জানান, ঘাটে ঢাকা মুখী যাত্রীদের চাপ রয়েছে। ফেরীতে প্রচুর পরিমানে মোটসাইকেল আরোহী আসছে। অনেক যাত্রী লঞ্চে আসায় ফেরীতে চাপ কমেছে। আর ঘাটে বর্তমানে শতাধিক পন্যবাহী ট্রাক সহ ৩শতাধিক ছোট-বড় যানবাহন রয়েছে। সিরিয়াল অনুযায়ী সকল যানবাহন পার করা হবে।