স্পোর্টস ডেস্ক: স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তোলার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে উড়ন্ত সূচনা করেছে বসুন্ধরা কিংস। এবার ফেডারেশন কাপের শিরোপা উদ্ধারের মিশনও জয়ে শুরু করলো এ সময়ে ঘরোয়া ফুটবলের সবচেয়ে সফল দলটি।
আজ (মঙ্গলবার) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উদ্বোধনী দিনের ম্যাচে বসুন্ধরা কিংস ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসিকে। একমাত্র গোলটি করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন ১১ মিনিটে।
শীর্ষ লিগে ওঠার পর প্রিমিয়ারের সবগুলো ট্রফিই জিতেছে কিংস। তবে এই ৬ বছরে হওয়া ৫ টি ফেডারেশন কাপের মাত্র দুটি জিতেছে তারা। সর্বশেষ দুই আসরের ফাইনালেই উঠতে পারেনি কিংস। এবার দলটি চোখ রেখেছে ট্রেবলে। স্বাধীনতা কাপ জিতে প্রাথমিক লক্ষ্য অর্জন হয়েছে তাদের। এখন ফেডারেশন কাপ ও প্রিমিয়ার জিতলে তাদের আরেকটি স্বপ্নপূরণ হবে।
ফেডােরেশন কাপের উদ্বোধনী দিনের অন্য ম্যাচে ২-২ গোলে ড্র করেছে পুলিশ ফুটবল ক্লাব ও রহমতগঞ্জ। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে ১৯ মিনিটে শাহেদ মিয়ার গোলে এগিয়ে গিয়েছিল পুলিশ। ৪১ মিনিটে ম্যাচে ফেরে রহমতগঞ্জ। গোল করেন ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কনে।
৬৮ মিনিটে পেনাল্টি পায় পুলিশ। কলোম্বিয়ান এদিস গার্সিয়া গোল করে এগিয়ে দেন দলকে। তবে সেই লিডও ধরে রাখতে পারেনি গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তৃতীয় হওয়া দলটি। পেনাল্টি থেকেই ম্যাচে সমতা আনেন রহমতগঞ্জ। ৭৭ মিনিটে গোল করেন ঘানার আর্নেস্ট বোয়েটেং।
গত মৌসুমের মতো এবারও প্রিমিয়ার লিগের মাঝে চলবে ফেডারেশন কাপ। শুক্রবার ও শনিবার হয়েছে লিগের খেলা। প্রতি মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচ।