বাধন রায়,প্রতিনিধি ঝালকাঠি : ঝালকাঠিতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী। জেলা তথ্য অফিসের আয়োজনে কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক ও সেচ্ছাসেবী সংগঠনের ৪০ জন প্রতিনিধি অংশ নেন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে আলোচনায় অংশ নেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ও সিভিল সার্জন রতন কুমার ঢালী।
জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, ইসরাত জাহান সোনালী, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক নুরুল আমিন সুরুজ, তরুণ কর্মকার, পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম। কর্মশালায় শিশু ও নারী উন্নয়নে নানা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এ বিষয়ে আইনের ব্যাখ্যা তুলে ধরেন রিসোর্স পারসনরা।