চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি : এতিম কন্যাকে শিশু পরিবারে বড় হয়ে আনুষ্ঠানিক বিয়ে দিলে রাঙামাটি জেলা সমাজসেবা । আগের দিন গায়ে হলুদ,মঙ্গলবার বিয়ের অনুষ্ঠান কাবিন ও আকদ পড়ানো হয় রাঙামাটি ভেদভেদীস্থ শিশু সদনে। এসময় স্ব-পরিবার জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ও ডিজিএফআই কর্ণেল জিএস কাবিক নামায় বিয়ের স্বাক্ষী হলেন।
এসময় জেলা প্রশাসনের এডিসি জেনারেল মো.মামুন,সদর উপজেলা ইউএনও সদর , জেলা প্রশাসনের কর্মরত সকল সহকারী কমিশনার সমাজসেবার চট্টগ্রামের পরিচালক রাঙামাটি সমাজসেবার কর্মকর্তা ও জেলার শীর্ষ কর্মকর্তারা।
জেলা সমাজসেবা অধিদপ্তর পরিচালক মহাম্মদ ওমর ফারুক প্রতিবেদককে জানায়, ১০/১২ বছর বয়সে ছেমন আরা নামে কন্যা কুড়িয়ে পেয়ে পুলিশ কোথায় থানায় জিডি করে আদালতের মাধ্যমে জেলা সমাজসেবাকে লালন পালনের দায়িত্ব দেয়া হয় । সেই সময়ে সমাজ সেবা শিশু পরিবারে রেখে ভরণ পোষনসহ লেখাপড়া দায়িত্ব নেয় । ছেমন আরার বয়স যখন ২২ বছর তখন জেলা সমাজসেবা ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ের আয়োজন করে।
বিয়ের অনুষ্ঠানে প্রায় তিনশতাধিক অতিথিকে আপ্যায়ন করা হয় । রাঙামাটি শিশু পরিবারে ভর্তি ছিল বিভিন্ন সম্প্রদায় ১৭৫ জন কন্যা শিশু তার মধ্যে শিশু সদনে উপস্থিত ছিল ১৪৫ জন।
জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন,এসব অভি-ভাবকহীন এতিম কন্যাকে পাত্রস্থ করতে পেরে আমরা গর্বিত। এই কারণে বিয়ে উপস্থিত হয়ে কাবিন নামায় সাক্ষী হয়েছি ।
ডিজিএফআই কর্ণেল জিএস বলেন,এই বিয়েতে নিজের সম্পৃক্ত হতে পেরে আমরা গর্বিত । এ ধরনের সামাজিক কাজে রাষ্ট্রীয় ভাবে সমর্থন করে।
## চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি ২৩ ডিসেম্বর ২০২০।