মোঃ আবু হানিফ সরকার: অবশেষে ভাড়া থাকার দুঃখ গুছিয়ে নিজস্ব কার্যালয়ে উঠতে যাচ্ছে নান্দাইল পল্লী বিদুৎ জোনাল অফিস। এক সময়কার পিডিপি তাদের কার্যক্রম গুটিয়ে নিয়ে, তাদের নামে থাকা ৭২ শতক যায়গা আরইবি কাছে হস্তান্তর করে । ময়মনসিংহের নান্দাইল পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এই ৭২ শতক এই জমির উপর নির্মিত হচ্ছে নান্দাইল পল্লী বিদুৎ জোনাল অফিসের স্থায়ী কার্যালয়। গতবছরের ৭ এপ্রিল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদিন খান তুহিন।
মেসার্স আরিফ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৯ কোটি ৩১ লাখ টাকা ব্যায়ভার মূলে ২০১৯ এর ৮ জানুয়ারি নির্মাণ কাজ শুরু করে । অর্থায়ন করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। মূল অবকাঠামোতে মোট চারটি বিল্ডিং রয়েছে। একটি তিন তলা অফিস ভবন, একটি ছয় তলা ও তিন তলা বিশিষ্ট দুটি স্টাফ কোয়ার্টার। একটি দুই তলা বিশিষ্ট আনসার ব্যারাক। এছাড়াও রয়েছে একটি স্টোর ওপেন ইয়ার্ড।
দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম মিদুল জানান, চলতি বছরের ২ জানুয়ারি কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানান জটিলতার কারণে কাজ শেষ করা সম্ভব হয়নি । তবে আশা করছি বর্ধিত সময় চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে শতভাগ কাজ শেষ করতে সম্ভব হবে। সহকারী প্রকৌশলী নূরুলনবী জানান,দুই দফা অতিরিক্ত সময় বৃদ্ধি করা হলেও কাজের গুনগত মান ঠিক রাখা হচ্ছে।
এবিষয়ে নান্দাইল জোনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত ডিপুটি জেনারেল ম্যানেজার উত্তম কুমার সাহা জানান,অফিসের ভাড়া বাবদ প্রতি মাসে ২৮ হাজার টাকা ব্যায় হয়। এছাড়া ভাড়া ভবনটি অফিস উপযোগী নকশায় না হওয়ায় আমাদের নানা জটিলতায় ভুগতে হচ্ছে। নতুন কার্যালয়টি বুঝে পেলে গ্রাহকদের সেবাদান সহ প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে নতুন দিগন্ত উন্মোচন হবে।
তিনি আরও জানান একজন ডিজিএম,একজন এজিএম,একজন এনপোর্সম্যান, দুইজন জুনিয়র ইঞ্জিনিয়ার ১২ জন লাইনম্যান সপরিবারে নতুন ভবনের স্টাফ কোয়ার্টারে বসবাস করার সুযোগ পাবে।
এবিষয়ে সাংসদ তুহিন জানান, নান্দাইল পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের স্থায়ী ভবন না থাকায় একযুগের বেশি সময় ধরে বিভিন্ন যায়গায় ভাড়া ভবনে অফিস কার্যক্রম পরিচালনা করে আসছিল। আমি ঐকান্তিক প্রচেষ্টায় চালিয়ে একটি স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা করতে সক্ষম হয়েছি ।