নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বিজয় সরণি-জাহাঙ্গীর গেট হয়ে মহাখালী-গুলশান-বনানী-উত্তরা যাদের গন্তব্য, তাদের প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে পড়তে হয় বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে যানজটের ফাঁদে। এখানে স্কুলের সামনে মূল সড়কে কয়েক লেনে পার্ক করা থাকে শিক্ষার্থীদের বহন করা ব্যক্তিগত গাড়ি। তাতে দীর্ঘ সময়ের জন্য অচলাবস্থার সৃষ্টি হয় পুরো সড়কে। গাড়ির চাকা সচল হতে কখনো দেড় থেকে দুই ঘণ্টা লেগে যায়।
শুক্রবার (২৬ মে) বিকেলেও বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনের যানজটের ফাঁদে পড়তে হয় সাধারণ মানুষকে। একটি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় শাহীন স্কুলে। বিকেল পাঁচটায় পরীক্ষা শেষ হলে মানুষের ঢল নামে স্কুলের সামনের সড়কে। উক্ত পরীক্ষায় মানুষের ঢলকে কেন্দ্র করে বিজয় সরণি-জাহাঙ্গীর গেট হয়ে মহাখালী পর্যন্ত প্রায় দেড় ঘন্টা যানজট ছিল। এতে বন্ধের দিনেও ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।
এসময় ওই পথে যাতায়াত কালে এক বাসযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একেই বলে কারও পৌষ মাস কারও সর্বনাশ! স্কুল ভাড়া দিয়ে ব্যবসা করবে তাঁরা আর ভোগান্তি পোহাতে হবে আমাদের।’
একই সময় মহাখালীর এক বাসিন্দা জাহাঙ্গীর গেট সিগন্যালে জ্যামের কারণে নেমে হাঁটা ধরেন। তিনি বলেন, ‘স্কুল খোলা থাকলে প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে তো জ্যাম থাকেই, এখন বন্ধের দিনেও রেহাই নেই।’