স্বাধীনতার ৫০ বছরে আমাদের অর্জন অনেক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে আজ সম্মানজনক দেশ ও রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
সোমবার (১৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর নিমচন্দ্র ভৌমিক।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের চেতনা জাতীয় ঐক্য ও উন্নয়নের ঘোষণা’ শীর্ষক এই সমাবেশের আয়োজন করে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।
ডক্টর নিমচন্দ্র ভৌমিক আরও বলেন, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ৫০ বছর পূর্তির দ্বারপ্রান্তে। তাই পেছন ফিরে তাকালে আমাদের স্বস্তির অনেক কারণ পাওয়া যায়।
সমাবেশে নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এমএ জলিল প্রমুখ।