স্পোর্টস ডেস্ক: ইউরো বাছাই পর্বের ‘এ’গ্রুপে শীর্ষে থাকা স্কটল্যান্ডকে শেষ মুহূর্তের দুই গোলে ২-০ ব্যবধানে হারালো সাবেক চ্যাম্পিয়ন স্পেন। সেভিয়ার মাঠ এস্টাডিও অলিম্পিকো ডি লা কার্তুজায় স্কটিশদের দাঁড়াতেই দেয়নি স্প্যানিশরা।
এই জয়ের ফলে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এলো স্পেন। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে স্কটল্যান্ড। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্পেন এবং ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নরওয়ে।
বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠে একতরফা খেরেছে স্পেন। ৭৫ ভাগ বল দখলে ছিল স্পেনের। মাত্র ২৫ ভাগ ছিল স্কটল্যান্ডের। এতেই বোঝা যায় কতটা বিধ্বংসী ছিল রা রোজারা। কিন্তু গোল পেতে তাদেরকে অপেক্ষা করতে হয়েছে ৭৩ মিনিট পর্যন্ত। ৭৩ মিনিটে আলভারো মোরাতা প্রথম গোল করে এগিয়ে দেন স্পেনকে। ৮৬ মিনিটে ওইহান সানচেট করেন দ্বিতীয় গোল।
স্পেনের বিপক্ষে জয় পেলে ইউরোয় খেলা প্রায় নিশ্চিত করে ফেলতো স্কটল্যান্ড। কিন্তু এই এক হারে তাদের একটু হোঁচটই খেতে হলো। তবে, আগামী রোববার যদি স্পেনের কাছে নরওয়ে হেরে যায়, তাহলে আর বাধা থাকবে না স্কটল্যান্ডের সামনে। তারা ইউরোয় খেলার যোগ্যতা অর্জন করে ফেলবে।
স্কটল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে ইউরো বাছাই পর্বে টানা ২৫ ম্যাচ জয়ের রেকর্ড ধরে রেখেছে স্পেন। ২০০৩ সালের পর থেকে ঘরের মাঠে তারা আর পরাজিত হয়নি।
স্পেনের মুহুর্মুহু আক্রমণের মুখে অসাধারণ ডিফেন্সিভ ফুটবল খেলছিলো স্কটল্যান্ড। কিন্তু ম্যাচের ৪৪তম মিনিটে অধিনায়ক অ্যান্ডি রবার্টসন ইনজুরিতে পড়ে মাঠছাড়া হয়ে গেলে ডিফেন্স দুর্বল হয়ে পড়ে।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে গিয়ে দারুণ একটি গোলও করে স্কটল্যান্ড। স্কট ম্যাকটোমিনাই গোলটি করলেও অফসাইডের কারণে রেফারি তা বাতিল করে দেন।
এরপর ম্যাচের ৭৩তম মিনিটে স্কটিশদের ডিফেন্স ভেঙে গোল করে স্পেনকে প্রথম এগিয়ে দেন আলভারো মোরাতা। ওইহান সানচেট দ্বিতীয় গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন।