প্রত্যয় স্পোর্টস ডেস্ক: ৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিলো ইংল্যান্ড। তাই এই ম্যচটি ছিলো শুধু নিয়ম রক্ষার। ফলে শেষ ম্যাচে সফররত অস্ট্রেলিয়ার জন্য পাওয়ার ছিল সান্ত্বনার জয়। তবে শুধু সান্ত্বনার জয় নয়, অসিরা পেয়েছে আরও বড় পুরস্কার।
অবশ্য দুই টি-টোয়েন্টি জয়ের কারণে অস্ট্রেলিয়াকে সরিয়ে ক্ষণিকের জন্য হলেও শীর্ষ আসনটা দখলে নিয়েছিল ইংলিশরা। কিন্তু শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টির শ্রেষ্ঠত্ব ধরে রাখলো অস্ট্রেলিয়াই।
তবে ১৪৬ রানের লক্ষ্যে খেলতে নামা অস্ট্রেলিয়ার এই ম্যাচেও হারের শঙ্কা জেগে উঠেছিল। ৭০ রানে দুই উইকেট হারানো অস্ট্রেলিয়া আদিল রশিদের অসাধারণ একটি স্পেলে আরও তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেছিল। একে একে ফিরেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৩৯), গ্লেন ম্যাক্সওয়েল (৬) ও স্টিভেন স্মিথ (৩)।
তখন স্কোর ছিল ১৩ ওভারে ৫ উইকেটে ১০০ রান। উদ্বোধনী ম্যাচেও সাধারণ লক্ষ্য পেয়ে জিততে না পারায় অজি শিবিরে শঙ্কার কালো মেঘ তাই জমা হয়েছিল। তবে মিচেল মার্শ ঠাণ্ডা মাথায় এগিয়ে নিয়েছেন অজিদের ইনিংস। তার ৩৬ বলে ৩৯ রানের ইনিংসই জেতাতে ভূমিকা রাখে। এছাড়া অ্যাস্টন অ্যাগার ১৩ বলে ১৬ রানে ক্রিজে ছিলেন। অস্ট্রেলিয়া জয় তুলে নেয় ১৯.৩ ওভারে।
এই ম্যাচে ইয়ান মর্গান চোটের কারণে খেলতে পারেননি। তার বদলে নেতৃত্ব দিয়েছেন মঈন আলী। টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের স্কোর সমৃদ্ধ হয়েছে মূলত জনি বেয়ারস্টোর দুর্দান্ত ইনিংসের কারণে। তার ৪৪ বলে ৫৫ রানের সুবাদেই ৬ উইকেটে ১৪৫ রান করতে পারে ইংল্যান্ড। দুটি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়াকে জেতাতে অবদান রাখায় ম্যাচসেরা হয়েছেন মিচেল মার্শ, আর সিরিজ সেরা জস বাটলার।