শেখ সাখাওয়াত হোসেন,পাবনা (জেলা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় শৈত্যপ্রবাহের কারণে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
রোববার (২১ জানুয়ারি) সকালে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে পাবনা জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম (১) দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আজ ঈশ্বরদীর তামপাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে। আগামী এক সপ্তাহ মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।
এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার সেকেন্দার আলী জানান, তাঁরা শুধু রোববার প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার আবার আবহাওয়ার পূর্বাভাস জেনে সোমবারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি দেখা যায় সোমবারও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, তাহলে সেদিনও উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন তিনি।