ঠাকুরগাঁও প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় মা হারা শিশু রহিমুল্লাহ’ খোঁজখবর নিতে এবং চিকিৎসা সহায়তা প্রদানে ওই শিশুর পরিবারে হাজির হলেন সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
শনিবার বিকেলে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জেলার বালিয়াডাঙ্গীর পারিয়া ইউনিয়নে যান এবং তার বাবার সাথে কথা বলেন। এ সময় জেলা প্রশাসক রহিমুল্লাহকে পড়াশোনা করানোর জন্য তার পিতাকে পরামর্শ দেন। রহিমুল্লাহ’র পড়াশোনার জন্য জেলা প্রশাসক তার পিতাকে একটা গাভী, ৪টি ছাগল এবং কিছু আর্থিক সহায়তা দেন। জেলা রহিমুল্লাহ’র রহিমুল্লাহর পিতাকে এই গরু, ছাগল গুলো লালন-পালনের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে রহিমুল্লাহ কে পড়াশোনার খরচ চালানোর পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা খাইরুল আলম সুমন প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ জুন মঙ্গলবার রাত ৯ টার দিকে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা একটি যাত্রীভর্তি থ্রি-হুইলার ঠাকুরগাঁওয়ের পথে সোনাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় পার হলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে থ্রি-হুইলার দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনা ঘটনাস্থলেই থ্রি-হুইলার যাত্রী ইয়াকুব আলী ও রহিমুল্লাহ’র মা রানু বেগম মারা যায়। পরে ফায়ার স্টেশনের উদ্ধার কর্মীরা আহত অবস্থায় ৩ জনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।আহতদের মধ্যে ছিল শিশু রহিমুল্লাহ।