ডা.জসিম তালুকদার,প্রতিনিধি চট্টগ্রাম জেলাঃ আজ ২০ মার্চ রোজ শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম বাঁশখালী উপজেলা পৌরসভা’য় অবস্থিত বাঁশখালী এ্যাপোলো হাসপাতালের উদ্যোগে জেনারেল ফিজিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা ও মধ্যাহৃভোজ সহ সাইন্টিফিক সেমিনার ২০২১ অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এডভোকেট নুরুল মোস্তফা সোহেল চেয়ারম্যান বাঁশখালী এ্যাপোলো হাসপাতাল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার (ওয়েল ফেয়ার) সোসাইটি’র কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জনাব মনির উদ্দিন চৌধুরী ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাঁশখালী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সায়েম কামাল ভাইস চেয়ারম্যান বাঁশখালী এ্যাপোলো হাসপাতাল , ডা. সাদিরা ইসলাম আবাসিক মেডিকেল অফিসার বাঁশখালী এ্যাপোল হাসপাতাল, মৌলানা মুহাম্মদ মুছা, দীপন সুশীল, মোজাম্মেল হক, সাংবাদিক আবদুল জব্বার।
এবং বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার ওয়েল ফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শাহেদুল আবেদীন সহ-সভাপতি (উঃ শাখা), ডা.সমীরণ কান্তি গুহ উপদেষ্টা, ডা. এস.এন রাসেল সাধারণ সম্পাদক (দঃ শাখা) ও দপ্তর সম্পাদক মানবাধিকার কমিশন বাঁশখালী উপজেলা , ডা. জসিম তালুকদার আইন ও ধর্মবিষয়ক সম্পাদক (দঃ শাখা) ও সমন্বয়কারী এশিয়া মানবাধিকার সংস্থা চট্টগ্রাম দক্ষিণ জেলা, ডা. হেলাল উদ্দিন শাওন সিনিয়র সহ-সভাপতি (দঃ শাখা) , মুহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ নোমান প্রমুখ।
প্রধান অতিথি মনির উদ্দিন চৌধুরী তাঁর বক্তব্য বলেন,
সততার ভিত্তিতে চিকিৎসা সেবা দেওয়া একজন চিকিৎসকের নীতি বা ধর্ম।
আরো বলেন, বাঁশখালীতে যে কোন সংগঠনের চিকিৎসক হউকনা কেন আমরা সবাই পল্লী ডাক্তার কেই কারো প্রতি বৈষম্য নাই কেউ কারো প্রতি কাদা ছোড়াছুড়ি না করে একে অপরের সম্মান বজায় রেখে চিকিৎসা সেবা চালিয়ে যাবার সবার প্রতি বিনীত অনুরোধ জানান।।