দৈনিক প্রত্যয় ডেস্কঃ দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে ২৪ ঘণ্টা দায়িত্ব পালনরত অবস্থায় দেখতে চান নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস।
এ সময় মেয়র জানান, কোনো স্থান পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের পাওয়া না গেলে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হবে।
সোমবার (১ জুন) নগরভবনে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে আয়োজিত সভায় এ কথা বলেন মেয়র।
মশক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা কর্মপরিকল্পনা বাস্তবায়নে কোনো অজুহাত মেনে নেয়া হবে না বলেও সতর্ক করেন মেয়র। এ সময় ১৪ জুন থেকে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার জলাশয়, লেক, খালগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করার কথাও জানান শেখ ফজলে নূর তাপস।
ডিপিআর/ জাহিরুল মিলন