স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ থেকে এমন বিদায় হয়তো কল্পনাও করতে পারেননি মঈন আলী। ইংলিশ অলরাউন্ডারের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা বাজেভাবেই শেষ হলো। অথচ ২০১৯ সালে এই ইংল্যান্ডের সামনেই কেউ দাঁড়াতে পারেনি।
২০১৫ সালের বিশ্বকাপে ভরাডুবির পর সম্পূর্ণ ঢেলে সাজানো হয়েছিল ইংল্যান্ড দলকে। নতুন ধরনের ক্রিকেটকে সবার সামনে পরিচয় করিয়েছে তারা।
২০২৩ বিশ্বকাপের আগপর্যন্ত বেশ দুর্দান্তভাবেই খেলছিল তারা। তবে বিশ্বকাপেই খেই হারিয়ে ফেললো। একটা জেনারেশনের সমাপ্তিটা হলো করুণভাবে।
মঈন আলীও স্বীকার করে নিলেন, সব ভালো জিনিসেরই একদিন শেষ পরিণতি হবেই। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে মঈন বলেন, ‘সব ভালো জিনিসেরই একদিন শেষ পরিণতি আছে। আমাদের নিয়তিতে যা লেখা ছিল তা হয়তো আমরা আগে দেখতে পারিনি।’
২০১৫ সালের পর থেকেই নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলছে ইংল্যান্ড। মঈন আলী বলেন, ‘বিশ্বকাপে খেলতে আসাটা উপভোগ্য ছিল। আমাদের কিছু ভালো ক্রিকেটার আছে যারা ভয়ডরহীন ক্রিকেট খেলে। যার শুরুটা হয়েছিল ২০১৫ সালে। তবে শেষটা করুণভাবেই হলো আমাদের।’