আমি মেজর সিনহা বলছি
শান্তনু সত্য
(পর্ব ০১)
আমি নির্ভিক এক সৈনিক, লড়েছি দেশের জন্যে
দেশমাতার সুখে নিজমাতাকে ভাসিয়েছি শূন্যে
করিনি ভয় হেঁটেছি আমি রক্ষাই ছিলো ধর্ম
নিয়ম, শৃঙ্খলা আর ত্যাগেই ছিলো আমার কর্ম।
করেছিলাম শপথ রক্ষা করবো বলে দেশ
পিছু পা হবো না জীবন হয় বা যদিও শেষ।
পড়েছিলাম আমি শক্তির সাগর স্বপ্নের ওই ড্রেস
ড্রেসটা পরলে শান্তি পেতাম লাগতো আমার বেশ।
করিনি আপোষ অন্যায়ের সাথে এগিয়ে গিয়েছি আমি
বুকের ভেতর খোদাই ছিলো দেশটা ভীষণ দামী।
প্রস্তুত ছিলাম মোকাবিলা করতে যে কোন বিপদের
দেশকে বাঁচানোই প্রধান কাজ ছিলো আমাদের।
দেয়নি বাঁচতে আমায় তারা করেছে আমায় শেষ
পাঁচ সেকেন্ডে আট রাউন্ড গুলি ছুঁড়তে পারতাম বেশ
ছুঁড়ি নি আমি একটাও গুলি কিছু ছিলো না কাছে
শেষ আমায় কি করেছো তোমরা কোনকিছুই না বুঝে?
হারিয়ে গিয়েছি ভীষণ দূরে আসবো না আর ফিরে
অনেক স্বপ্ন ছিলো নয়নে আমার দেশকে ঘিরে।
এমন করেই পাপড়িগুলো যায় গোলাপ থেকে ঝরে
দেশের পতাকায় গায়ে নিয়ে শায়িত হলাম সাড়ে তিন হাত কবরে।
লেখক : শিক্ষার্থী
বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাউয়েট)
কাদিরাবাদ সেনানিবাস, নাটোর।
বিভাগঃ ইংরেজি