সোহানুর রহমান সোহাগ: গত শুক্রবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ এচিভার্স এওয়ার্ড ২০২২। আর্ন্তজাতিক যুব দিবস উপলক্ষ্যে, দেশের নতুন প্রজন্মের তারকা শিল্পী-কবি-অভিনেতা কিংবা রাজনৈতিক ব্যাক্তিত্বদের সম্মান জানায় ইউনাইটেড মুভমেন্ট ফর ইউম্যান রাইটস।
বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বপ্নীল ফাউন্ডেশনের ৫০ জন্য শিশু মিলে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতি
এম এম মুজিবর রহমান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন প্রফেসর মেরিনা জাহান এম.পি। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলা নিউজ এর সিইও মীর মোতাহার হাসান,প্রসেফর হামিদা খানম সহ আরও অনেকেই।
অনুষ্ঠানটিতে সংগীত শিল্পী ক্যাটাগরিতে আখী আলমগীর,সামাজিক কর্ম ও সংগীত শিল্পী ক্যাটাগরিতে স্বপ্নীল সজীব কে
বাংলাদেশ এচিভার্স এওয়ার্ড ২০২২ প্রদান করা হয়।
এছাড়া ও অভিনেত্রী ক্যাটাগরিতে নিপুন আক্তার,মডেল ক্যাটাগরিতে সৈয়দ রুমা ও রাজ মানিয়া,আবৃত্তি ক্যাটাগরিতে রয়া চৌধুরী, সেরা কবি ক্যাটাগরিতে সাবরিনা রুবিন, তরুন রাজনীতিবিদ হিসেবে নেহরিন মোস্তফাসহ আরও অনেকেই দেওয়া হয় বাংলাদেশ এচিভার্স এওয়ার্ড ২০২২।
নিয়মতিই সমাজের নতুন প্রজন্মকে প্রেরণা যোগাতে এমন আয়োজন করে আসছে ইউনাইটেড মুভমেন্ট ফর ইউম্যান রাইটস।