বনানী প্রতিনিধিঃ রাজধানীর বনানী থানাধীন মহাখালী কাঁচা বাজারের সামনে খাবার-দাবার হোটেলের পাশে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে মমিনের পাবলিক টয়লেট।
ঢাকা উওর সিটি কর্পোরেশন গত কয়েকদিন আগে অবৈধ স্থাপনাটি ভেঙে দেওয়ার পরেও পুনরায় সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং মমিনের প্রত্যক্ষ ও পরোক্ষ ছত্র-ছায়ায় পুনরায় স্থাপন করা হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় জনসাধারণ মেয়র মহোদয়ের সুদৃষ্টি কামনা করছেন। সাথে সাথে উক্ত স্থানে সরকারিভাবে ঢাকা উওর সিটি কর্পোরেশন এর মাধ্যমে একটি স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, উক্ত স্থানে মমিন এবং তার সহযোগীরা যদি এই টয়লেটটি পুনরায় স্থাপন করে, তাহলে সাধারন সেবাগ্রহীতাদের দুর্ভোগের সীমা থাকবেনা। বিগত দিনে মমিন এবং তার সহযোগীরা এখান থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পায়খানা-প্রস্রাব এবং গোসলের জন্য অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
পাবলিক টয়লেট কে ঘিরে এখানে রয়েছে মমিনের বিশাল বাণিজ্য। তার ভাই, ভাতিজা, বোনজামাই দিয়ে আশপাশের জায়গা দখল করে ছোট ছোট দোকান বসিয়ে সেখান থেকেও প্রতিদিন মাসোহারা গুনছেন মমিন এবং তার সহযোগীরা। সরকারি বিদ্যুৎ ও পানি অবৈধভাবে ব্যবহারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
মমিন এবং তার সহযোগীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিচার চেয়েও কোন ফায়দা মিলছে না সাধারণ মানুষের। মহাখালী পুলিশ বক্সের বিভিন্ন অফিসারদের মেসেজের মাধ্যমে মমিন তার এই সব অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।