ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশের কমিউিনিষ্ট পার্টির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আখতার হোসেন রাজা(৭০) ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহে ………… রাজেউন)।রোববার (১৩ মার্চ) সকাল ৭.৩৬ মিনিটে ঢাকার মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে অসংখ্য বন্ধু বান্ধব,আত্বীয় ও শুভাকাংখি রেখে গেছেন।তিনি কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকায় মিরপুর কিডনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।সেখানে তার নিয়মিত ডায়ালাইসিস করা হতো।
সাংবাদিক আখতার হোসেন রাজা ঠাকুরগাঁওয়ের সাংবাদিক জগতের পথিকৃত ছিলেন।তার হাত দিয়েই ঠাকুরগাঁও প্রেসক্লাব প্রতিষ্ঠা লাভ করে।তিনি দীর্ঘদিন যাবত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন এবং পরবর্তীতে প্রেসক্লাবের সভাপতিও ছিলেন।তিনি বাংলাদেশ টেলিভিশন(বিটিভি)র জেলা সংবাদদাতা হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করেছেন।একই সঙ্গে তিনি রেডিও টুডে এবং দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
তিনি সাংবাদিকতার পাশাপাশি রাজনীতির মাঠেও ছিলেন একজন প্রাণপুরুষ।তিনি বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক ছিলেন।তিনি ১৯৭১ সালে দেশ মাতৃকার জন্য সম্মুখ যুদ্ধে অংশ নেন।ব্যক্তিগত জীবনে তিনি সফল পিতা।তার ২ পুত্র উচ্চ শিক্ষা গ্রহন করে পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থা(এনএসআই)র উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
তার লাশ আজকের মধ্যে ঠাকুরগাঁও আনা হবে।সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৭ টায় মরহুমের লাশ পার্টি অফিসে নেওয়া হবে এবং সেখানে লাল পতাকা দেওয়া হবে।সকাল ৮ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে নেওয়া হবে এবং সর্বসাধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে রাখা হবে।প্রেসক্লাব মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা শেষে তার লাশ জেলার পীরগন্জ উপজেলার ভেলাতোরে তার গ্রামের বাড়িতে নেওয়া হবে।সেখানে পারিবারিক করবস্থানে দাফন করা হবে তাকে।