বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে হেনস্থা কর্মে জড়িত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁয়ের মানববন্ধন করেছে সাংবাদিকরা।
রোববার(২৩ মে) সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সাংবাদিক সমাজের আযোজনে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, শাহীন ফেরদৌস, বিশাল রহমান, হারুন অর রশিদ, রমজান আলী, এসএম মশিউর রহমান, মজিবর রহমান শেখ, টিএম মাহবুবুর রহমান, আবুল কালাম আজাদ, মফিউল আলম কায়সার, রাজিউর রহমান জেহাদ প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলাদের দূর্নীতি ঢাকতে রোজিনা ইসলামকে হেনস্থা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাকে হেনস্থাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।