গাজী মো. তাহেরুল আলম: ভোলার বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট বাজার এলাকার অধিকারী বাড়ির সাংস্কৃতিক পরিবারের সন্তান ঋক বাবু আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২-এ সংগীত ও সৃজনশীল নৃত্যে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সে দক্ষিণ টবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
গত ১১ সেপ্টেম্বর ঢাকা মিরপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মাহিদুর রহমানের সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। ওই প্রতিযোগিতায় ঋক “খ” গ্রুপে (বালক) দেশাত্নবোধক গান ও সৃজনশীল নৃত্যে অংশগ্রহণ করেন।
বিচারকগণ উভয় ইভেন্টে দেশ সেরা হিসেবে ঋক বাবুর নাম ঘোষনা করেন।
ঋকের বাবা ডিটিএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু প্রবল চন্দ্র দে, মা সূবর্ণা সমদ্দার একই বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষিকা।
উল্লেখ্য, ঋক বাবুর বড় বোনও লোকজ নৃত্যে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত।