নিজস্ব প্রতিবেদক: করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।
এ দিন মামলার বাদী কামাল হোসেনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরা শেষে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। এর আগে ২৭ আগস্ট মামলার বাদী কামাল হোসেন আদালতে সাক্ষ্য দেন। তার সাক্ষ্যের জেরার জন্য ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয়। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। এ অভিযোগে গত ২৩ জুন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুজনকে গ্রেফতার করে পুলিশ।