প্রত্যয় ডেস্ক, চৌধুরী হারুনর রশীদ, রাঙামাটি প্রতিনিধিঃ “আর নয় করোনা ভয়, থাকবো সচেতন করবো জয়” এই শ্লোগানে রাঙামাটির অন্যতম সামাজিক সংগঠন “প্রিয় রাঙামাটি” ২৭ শে অক্টোবর, মঙ্গলবার রাঙামাটি সদরের কেন্দ্রীয় শিশু পার্কের সম্মুখে এক সচেতনতামূলক কর্মসূচী পালন করে।
এ সময় বিভিন্ন সচেতনতামূলক প্লে-কার্ড হাতে “প্রিয় রাঙামাটি” এর স্বেচ্চাসেবীরা সর্বস্তরের মানুষকে সচেতন করেন এবং পার্কে ঘুরতে আসা সকল বয়সী মানুষকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত করার ব্যাপারে সচেতন করেন। এই ইভেন্ট চলাকালীন সময়ে রাঙামাটির সুযোগ্য জেলা প্রশাসক জনাব মামুনুর রশিদ মহোদয় এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শহীদুজ্জামান মহসিন রোমান উপস্থিত হন।
বক্তারা বলেন, এ ধরনের সচেতনতা মূলক কর্মসূচী আসলেই সময় উপযোগী। তারা আরো বলেন, “প্রিয় রাঙামাটি” করোনাকালীন সময়ের শুরু থেকেই সাধারণ গরীব মানুষদের পাশে থেকে কাজ করে আসছেন এবং এটি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত ইভেন্টের কো-অর্ডিনেটর প্রিয়া হক জানান, ‘করোনাকালীন সময়ে মানুষের একটু অসাবধানতাই সকলকে করোনা ঝুকিতে ফেলতে পারে। তাই আমরা সকলকে সাবধান এবং সচেতন করার উদ্দেশ্যে এই কর্মসূচী পালন করছি।
এই কর্মসূচীতে কো-অর্ডিনেটর প্রিয়া হক, আজাদুল হক জিসাত, নোবেল মল্লিক এবং আফরা ইবনাত রিয়া এর নেতৃত্বে অংশগ্রহন করেন ফাতেমা তুজ জোহরা রেশমী ( প্রতিষ্ঠাতা সভাপতি), শাহাদাত হোসেন শিকদার( সাধারণ সম্পাদক), ইকবাল আহম্মেদ তালুকদার রিজুয়ান, তাজুল ইসলাম রাজু, আনোয়ার হোসেন কায়সার, সোহেল চাকমা, তানিয়া আক্তার, মায়েচিং মারমা, বিশাল চৌধুরী সানি, পূর্না, বিশ্বজিৎ, স্বাধীন, রিজভী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কর্মসূচীর সমাপ্তিকালীন সময়ে সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমী বলেন, ” প্রিয় রাঙামাটি” সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে এবং এ ধরণের কর্মসূচী অদূর ভবিষতেও চলমান থাকবে।