বিশেষ প্রতিবেদন,কলকাতা:সারারাত দোকানে পড়ে রইল করোনা সংক্রমিতের মৃতদেহ! ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে কলকাতা শহর জুড়ে। উত্তর কলকাতার গৌরীবাড়ি এলাকার একটি মিষ্টি দোকানে ঘটনাটি ঘটে। করোনা সংক্রমিত হয়ে ওই দোকানেরই এক কর্মীর মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য দফতর এবং থানায় খবর দেওয়া হলেও সারা রাতে কোথাও থেকে কেউ আসেননি। সকালে কলকাতা পুরসভার কর্মীরা এসে দেহ নিয়ে যান।
বুধবারই উত্তর কলকাতারই আমহার্স্ট স্ট্রিটে প্রায় একই ঘটনা ঘটে। দু’দিন ধরে বাড়িতে ফ্রিজবন্দি ছিল করোনায় মৃত এক বৃদ্ধের দেহ। এর পরও এই ঘটনায় কলকাতা জুড়ে জল্পনা তৈরি হয়েছে। তবে স্থানীয়দের বক্তব্য, এ ক্ষেত্রে সরকার বা থানাকে পুরোপুরি দোষী সাব্যস্ত করা উচিত নয়। এমন পরিস্থিতি রুখতে নাগরিক সচেতনতাও জরুরি। গৌরীবাড়ির ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, কয়েকদিন ধরে মিষ্টি দোকানের ওই কর্মীর করোনা উপসর্গ দেখা দেয়। তখনই তাঁর করোনা পরীক্ষা হয়। মঙ্গলবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু রহস্যজনক কারণে তাঁকে কোনও হাসপাতালে ভর্তি করা হয়নি। বুধবার বিকেলে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ নিয়ে যান পুরকর্মীরা।
এদিকে, করোনা সংক্রমিত হয়ে কলকাতায় মৃত্যু হয়েছে এক সেনা আধিকারিকের। তিনি ব্রিগেডিয়ার পদমর্যাদায় ছিলেন। প্রথমে করোনা হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় ইস্টার্ন কম্যান্ড হাসপাতালে। বৃহস্পতিবার সকালে সেই হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। ওই সেনা আধিকারিকের পরিবারের সদস্যদেরও করোনা সংক্রমণ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। কিন্তু তাঁরা সকলেই সুস্থ হয়ে উঠেছেন। আধিকারিকের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের সকলকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।