মোঃমাসুদ পারভেজ,মোংলা,বাগেরহাট:বিশ্বব্যাপী প্রানঘাতী করোনাভাইরাসের প্রকোপ বেড়ে চলেছে।যার কারনে সারা দেশে চলছে লকডাউন।ফলে গৃহবন্দী হয়ে পরেছে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ।এর মধ্যে এই অসহায় মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকার প্রবাসী দিপংকর মৃধা।মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের ১৫২ পরিবারের মাঝে চাল,ডাল,তেল,আলু ও সাবান বিতরন করে।মানুষকে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি,সামাজিক নিরাপত্তার কথা ভেবে এই খাদ্য সামগ্রী দেয়ার সিধান্ত নেন দিপু মৃধা।এই সময় উপস্হিত ছিলেন চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম,১নং ওয়ার্ড সদস্য মতিয়ার মোড়ল, ২নং ওয়ার্ড লিয়াকত হাওলাদার,মহিলা ইউপি সদস্য আনার কলি,মোংলা ষ্টুডেন্ট ক্যাটারস’র সভাপতি আজিজুর মোড়ল,শাহ আলম,আকবর ফকির,আকরাম ফকির,আফাজাল হোসেন প্রমূখ।