নিজস্ব প্রতিবেদক: অস্ত্র আইনের মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার এ মামলায় সাক্ষ্যগ্রহনের জন্য দিন ধার্য ছিল। এদিন ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এবং মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শায়রুল ইসলাম সাক্ষ্য প্রদান করেন। এসময় ঢাকার মহানগর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি গ্রহণ শেষে তাদেরকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। এদিন তাদের জেরা শেষে আদালত ১৬ ও ১৭ সেপ্টেম্বর আসামির আত্মপক্ষ সমর্থনে শুনানির জন্য দিন ধার্য করেন।
এ নিয়ে চার কার্যদিবসে মামলাটিতে ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। এদিন মামলার শুনানি থাকায় সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে গত ২৭ আগস্ট সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত। গত ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শায়রুল সাহেদের বিরুদ্ধে আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
উল্লেখ্য, গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।