1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

সিইসির ভোট দেওয়ার পর কমে গেলো ভোটার!

  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ Time View

ওয়েব ডেস্ক: রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে ঢাকা-৮ আসনের একটি বড় কেন্দ্র। সেখানে ভোট শুরুর আগেই ভোটারদের লাইন দেখা গেছে। তবে ভোট শুরুর পর থেকে আর ভোটারদের উপস্থিতি খুব একটা নেই। দুই ঘণ্টায় ভোট পড়ে মাত্র ৭৫ থেকে ৮০টি। যেখানে ভোটার দুই হাজারের বেশি।

ওই কেন্দ্রে আজ ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সে কারণে সকালে নেতাকর্মীদের উপস্থিতিও ছিল ভালো। সিইসি ভোট দিয়ে চলে যাওয়ার পর অনেকটা ভোটার শূন্য হয়ে যায় কেন্দ্র।

ভোট শুরুর আগে কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল ৮টার আগেই প্রস্তুত ছিল ভোটকেন্দ্র। দুটি কক্ষে আলাদা পাঁচটি বুথ করা হয়েছে। ভোট শুরু হয় ৮টায়। সে সময় ১২ থেকে ১৪ জন ভোটারকে ভোট দেওয়ার জন্য ভেতরে যেতে দেখা গেছে।

তবে ভোট শুরুর ঘণ্টাখানেক পর থেকে সেখানে উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কিছুক্ষণ পরপর দুজন-একজন আসছেন। নিরবচ্ছিন্নভাবে ভোট দিয়ে যাচ্ছেন।

সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিইসি আসবেন বলে সকালে অনেক নেতাকর্মী লাইন ধরেছিলেন। চলে যাওয়ার পর আর কেউ নেই। এখন সাধারণ ভোটারদের উপস্থিতি খুব কম।

সেখানে উপস্থিত প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসাররা অনেকটা অলস সময় পার করছেন। ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার সাইদুর রহমান জানান, সেখানে ভোটার ২ হাজার ৩৩৭ জন ভোটার। প্রার্থী রয়েছেন ১১ জন।

রাজধানীর মতিঝিল, রমনা, শাহবাগ ও পল্টন থানা এলাকা নিয়ে ঢাকা-৮ আসন। এবার এ আসন থেকে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে ভোটে লড়ছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

নৌকার হেভিওয়েট এই প্রার্থীর সঙ্গে আলোচিত এ আসনে নির্বাচনের মাঠে রয়েছেন আরও ১০ প্রার্থী। তাদের মধ্যে তৃণমূল বিএনপির প্রার্থী এম এ ইউসুফ সোনালী আঁশ প্রতীক নিয়ে লড়ছেন। ভোটের লড়াইয়ে আছেন সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী রাসেল কবির। ফুলের মালা প্রতীক নিয়ে লড়ছেন তরিকত ফেডারেশনের প্রার্থী মোস্তাফিজুর রহমান।

এছাড়া ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ থেকে টেলিভিশন প্রতীক নিয়ে আছেন সাইফুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি থেকে আম প্রতীক নিয়ে আবুল কালাম জুয়েল, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে একতারা প্রতীক নিয়ে খন্দকার এনামুল নাছির, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে জুবের আলম খান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীক নিয়ে এস এম সরওয়ার, ইসলামী ঐক্যজোট থেকে মিনার প্রতীক নিয়ে আবু নোমান মোহাম্মদ জিয়াউল হক মজুমদার এবং গণতন্ত্রী পার্টি থেকে কবুতর প্রতীক নিয়ে লড়ছেন শাহাদাত হোসেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..