এর মধ্যে আলজেরিয়ান তারকা রিয়াদ মাহরেজ সৌদি আরবের আল আহলিতে যোগ দেওয়ার খুব কাছে আছেন। সংবাদ মাধ্যমের মতে, চুক্তির বিষয়ে সম্মত হয়ে গেছেন মাহরেজ। কেবল সাক্ষর করে চূড়ান্ত ঘোষণা দেওয়ার অপেক্ষা।
মাহরেজের ওই জায়গা পূরণে বার্সেলোনার ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রাফিনহাকে দলে নেওয়ার কথা ভাবছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওয়ালা।
সংবাদ মাধ্যম ফুট মার্কেতোর সাংবাদিক সান্তি আওনা জানিয়েছেন, এরই মধ্যে চুক্তির বিষয়ে বার্সেলোনার সঙ্গে আলোচনা শুরু করেছে ম্যানচেস্টার সিটি। শুধু খোঁজ-খবর নয় ম্যানসিটি রাফিনহাকে তাদের টপ টার্গেট করেছে। দামে বনিবনা হলে দলে ভেড়াতে চায়।
গত মৌসুমে প্রিমিয়ার লিগের লিডস ইউনাইটেড থেকে রাফিনহাকে ৫৫ মিলিয়ন পাউন্ডে কিনেছে বার্সেলোনা। তাকে বিক্রি করা নিয়ে তাড়াহুড়ো নেই কাতালান ক্লাবটির। তবে কেনা দামের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিড পেলে তাকে ছেড়ে দেবে স্প্যানিশ ক্লাবটি।