1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

সিডনি টেস্টে বিশ্রামে যাওয়ায় আফ্রিদিকে ধুয়ে দিলেন ওয়াসিম-ওয়াকার

  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক: দল ভালো অবস্থানে নেই। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে পাকিস্তান। এবার সিডনিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে মাঠে নেমেছে শান মাসুদেল দল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সবাইকে অবাক করে দিয়ে বিশ্রামে গেলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। যেটি মোটেই ভালোভাবে নেননি পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। বিশ্রামের সিদ্ধান্ত নেওয়ার কারণে আফ্রিদির কঠোর সমালোচনাা করেছেন তারা।

ওয়াসিমের দাবি, আফ্রিদির বিশ্রামের বিষয়ে টিম ম্যানেজমেন্ট কোনো সিদ্ধান্ত দেননি। একান্ত নিজের পছন্দ মতো বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ওয়াসিম ক্রিকেটারদের সতর্ক করে জানিয়েছেন কোন ফরম্যাটের খেলায় তারা অগ্রাধিকার দেবেন, আগে সেই সিদ্ধান্ত নিতে হবে; যদি কেউ বড় তারকা হতে চায়।

ফক্স ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম বলেন, ‘এর (সিরিজের) পর সরাসরি নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে এবং শাহিন সেখানে অধিনায়ক। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটকে কে গুরুত্ব দেয়। আমি মনে করি, এটি শুধুমাত্র বিনোদনের জন্য এবং ক্রিকেটারদের জন্য বোর্ডের অর্থ উপার্জনের মাধ্যম। কিন্তু ক্রিকেটারদের এটা জানা উচিত যে, টেস্ট ক্রিকেটই আসল।’

তিনি আরও বলেন, ‘যদিও আমরা ২০ বছর আগের সিডনিতে হওয়া টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা করি, কিন্তু গত রাতে টি-টোয়েন্টিতে কী ঘটেছিল, সেটা কেউই জানে না। এটিই আসলে পার্থক্য। এদের আসলে বোঝা এবং শেখা উচিত। যদি আপনি বড় তারকা অথবা মিলিয়ননিয়ার হতে চান, তাহলে আপনাকে দুটিতেই (টেস্ট এবং টি-টোয়েন্টি) খেলতে হবে। কিন্তু এ বিষয়ে একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে।’

আফ্রিদির বিশ্রামে একইভাবে আশ্চর্য হয়েছেন ওয়াকার ইউনুসও। তিনি জানিয়েছেন, আফ্রিদির সিদ্ধান্তের কথা শুনে তার হাসি পাচ্ছে।

ওয়াকার বলেন, ‘এটি সত্যিই আমাকে আঘাত করেছে। কারণ আমি আশা করছিলাম, সে এই টেস্টের অংশ হবে। কারণ, আগের ম্যাচে তাকে (আফ্রিদি) ভালোই দেখাচ্ছিল। তাকে চেনা শাহিন আফ্রিদির রূপে দেখা গিয়েছিল। সুইং দিয়ে বল করছিল এবং বোলিংয়ে ভালো পেস ছিল।’

তবে এটি সত্য যে, গত দুই টেস্টে আফ্রিদির উপর বড় রকমের চাপ গেছে। অনভিজ্ঞ পেসারদের নেতৃত্ব দিতে হয়েছে তাকে। একই সঙ্গে দলে ছিলেন না কোনো অভিজ্ঞ স্পিনার। দুই টেস্টে আফ্রিদি ১০০ ওভার থেকে ৪ বল কম ডেলিবারি দিয়েছেন। হারিস রউফ ও নাসিম শাহ দলে না থাকার কারণে অতিরিক্ত চাপ পড়েছে শাহিনের উপর।

এদিকে চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন শাহিন আফ্রিদি। মূলত, ঠাসা শিডিউলের কারণেই সিডনি টেস্ট থেকে বিশ্রাম নিতে একরকম বাধ্যই হয়েছেন এই বাঁহাতি পেসার।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..