কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারে মেজর (অব.) সিনহা রাশেদ খান হত্যা মামলার বহুল আলোচিত আভিযোক্ত আসামি বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন । র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, আজ রবিবার বেলা পৌনে ১২টার দিকে তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে জবানবন্দি দেন।
কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদউদ্দিন ‘দৈনিক প্রত্যয় ,কে জানিয়েছেন, দুপুর থেকে ১৬৪ ধারায় কনফেসনাল স্টেটমেন্ট দিতে শুরু করেছেন পুলিশ পরিদর্শক লিয়াকত আলী। এই মামলায় এই প্রথম হত্যার সঙ্গে জড়িত একজন জবানবন্দি দিলেন পুলিশ পরিদর্শক লিয়াকত আলী।
গত ৩১শে জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পুলিশ পৃথকভাবে দুটি মামলা করে। উল্লেখ্য যে মেজর (অব.) সিনহার বোনের করা মামলায় এ পর্যন্ত ১০ জন পুলিশ সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।