কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের গত ৩১ জুলাই রাতে টেকনাফ থেকে কক্সবাজারের ফেরার পথে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ খান।
ওসি প্রদিপ কুমার দাস ও সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলী কতৃক মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামী হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য আদালতে আবেদন করেছেন মামলার বাদি ও সিনহার বোন শারমীন শাহরিয়ার ফেরদৌস।
বৃহস্পতিবার (১০ সেপ্টম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে এ আবেদন করেন । কক্সবাজার জৈষ্ঠ্য বিচারক আদালত সদর -৪ তামান্না ফারাহ’র আদালতে এই আবেদনটি দায়ের করলে , তদন্ত কর্মকর্তা চাইলে যে কোন সময় ব্যাবস্থা নিতে পারেন মর্মে খারিজ করে দিয়েছে বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর ( পিপি ) এডভােকেট ফরিদুল আলম । এর আগে মামলার বাদী পক্ষের আইনজীবী মােহাম্মদ মােস্তফা সংবাদমাধ্যমকে জানান , সিনহা হত্যার আগে ও পরে পুলিশ সুপারের সাথে আসামীদের যােগাযােগ ছিল । আসামীদের প্রত্যক্ষ ও পরােক্ষভাবে সহায়তা করছেন । তাই বাদী মনে করছেন পুলিশ সুপারকে এই মামলায় আসামী করা জরুরী । এদিকে ন্যায় বিচার পাবার আশায় এ আবেদন করেন । বলে জানিয়েছেন মামলার বাদী সিনহার বােন শারমিন শাহরিয়ার ফেরদৌস।
রিপোর্ট:মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু।