রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধানঃ জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ অভিযান চালিয়ে ১৪০ কেজি গাঁজা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি জিপগাড়ী সহ ০১ জন এবং পৃথক অভিযানে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট’সহ ০২ জন আটক করেছে।
আজ ২৯ এপ্রিল শনিবার বেলা ১০.৩০ ঘটিকার সময় পুলিশ সুপারের কার্যালয় এর সামনে এক প্রেস রিলিজ এর মাধ্যমে এসব তথ্য জানান সিরাজগঞ্জ জেলা পুলিশ। প্রেস রিলিস ব্রিফ করেন জনাব মোঃ সামিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) । এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজওয়ানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ রওশন আলী, অফিসার ইনচার্জ, ডিবি ও এসআই(নিঃ)/মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম, ডিবি, সিরাজগঞ্জ।
পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ সামিউল আলম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ রওশন আলী, অফিসার ইনচার্জ, ডিবি ও এসআই(নিঃ)/মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম, সঙ্গীয় ডিবি’র অফিসার ও ফোর্সসহ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট ডিউটি করাকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন কড্ডার মোড়স্থ এলাকায় কড্ডা ফ্লাইওভার এর নিচে পাকা রাস্তার উপর জসিম নামক এক ব্যক্তির ০১টি কালো রংয়ের RUSH জিপগাড়ীতে তল্লাশী চালায়, জিপগাড়ি চালক জসিমের তথ্যমতে তার ড্রাইভিং সিটের পিছনে সিটের উপর রক্ষিত ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ধৃত জসিমের বাড়ি কুমিল্লা বলে জানা যায়।
এছাড়াও পৃথক অভিযানে ৩ জনের নিকট হতে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর মোঃ জসিম(৩২) এর বিরুদ্ধে বিভিন্ন জেলার বিভিন্ন থানায় মাদক’সহ ০৭টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সার্বিক আইনানুগ প্রস্তুতি শেষে বিজ্ঞ আদালতে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।