স্পোর্টস ডেস্ক: প্রথম ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ে শেষ পর্যন্ত হেরেছিল বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। একদিকে সিরিজ বাঁচানোর লড়াই, অন্যদিকে নিয়মিত অধিনায়ক তামিমের অনুপস্থিতি সবমিলিয়ে কিছুটা হলেও বাড়তি চাপ নিয়ে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই হতাশার চিত্রই যেন ফুটে ওঠেছে দলের বোলিং-ফিল্ডিংয়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন দুই আফগান ওপেনার গুরবাজ-ইব্রাহিম। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েছে সফরকারীরা। সিরিজে টিকে থাকতে স্বাগতিকদের রেকর্ডই গড়তে হবে। এর আগে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটি ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেবার লক্ষ্য ছিল ৩২২ রান। এ মাঠে সর্বোচ্চ ২৮৭ রান তাড়া করে জেতার রেকর্ড আছে বাংলাদেশের।
টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩১ রান করেছে আফগানিস্তান। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ১৪৫ রান এসেছে রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। তাছাড়া সেঞ্চুরি পেয়েছেন আরেকন ওপেনার ইব্রাহিম জাদরানও। বাংলাদেশের হয়ে সমান দুটি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজ, হাসান, সাকিব ও মিরাজ।