প্রত্যয় স্পোর্টস ডেস্ক: সিরিজে ১-১ সমতা। ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্টটি সিরিজ নির্ধারণী লড়াই। এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ে টস জিতেছে সফরকারি ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ জো রুটের ইংল্যান্ড প্রথমে ব্যাট করবে।
দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ থাকলেও আলোচিত জোফরা আর্চার এই টেস্টে ইংল্যান্ড একাদশে ফিরেছেন। তাকে জায়গা করে দিতে বাদ পড়তে হয়েছে মার্ক উডকে। অন্যদিকে পেসার আলজেরি জোসেফকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরিয়েছে ১৪০ কেজি ওজনের অফস্পিনিং অলরাউন্ডার রাহকিম কর্নওয়ালকে। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নামছেন ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই খেলোয়াড়।
ইংল্যান্ড একাদশ : ররি বার্নস, ডম সিবলি, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, ওলি পোপ, জস বাটলার, ক্রিস ওকস, ডম বেস, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্রেথওয়েট, জন ক্যাম্পবেল, শাই হোপ, শামরাহ ব্রুকস, রস্টন চেজ, জার্মেই ব্লেকউড, শেন ডোরিচ, জেসন হোল্ডার (অধিনায়ক), রাহকিম কর্নওয়াল, কেমার রোচ, শেনন গ্যাব্রিয়েল।