স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে আফগানিস্তান যেন একের পর এক রূপকথা জন্ম দিয়ে যাচ্ছে। বিশ্বকাপের সেমিফাইনালের লক্ষ্য নিয়ে খেলতে এসে বেশ ভালোভাবেই এগিয়েছে তারা। হারিয়েছে তিন বিশ্ব চ্যাম্পিয়নসহ নেদারল্যান্ডসকে।
শেষ দুই ম্যচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। দুই ম্যাচ জিতলেই স্বপ্নের সেমিফাইনাল। তবে সেই ম্যাচে নামার আগে বেশ দগদগে ক্ষত নিয়েই নামবে আফগানরা।
কেননা এই আফগানদের সাথেই সিরিজ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল অস্ট্রেলিয়া। চলতি বছরের জানুয়ারি মাসে নারীদের স্বাধীনতা খর্ব করা তালেবান আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে আফগানদের সাথে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করে অস্ট্রেলিয়া।
এই অপমানের কথা ভুলেননি আফগান বোলার নাভিন উল হক। পরবর্তী ম্যাচের কথা মনে করিয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইস্টাগ্রামে নিজের আইডিতে নাভিন বলেন, ‘আমাদের সাথে তারা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায়নি। এবার বিশ্বকাপে দেখার পালা, তারা মানবাধিকার বুলি দিয়ে আমাদের সাথে খেলে কি খেলে না।’
আগামী ৭ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল।