স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামলে নিজের সেরাটা দিতে ভুল করেননা সাকিব আল হাসান। কখনো নিজের ব্যাটিং, কখনোবা বোলিং, আবার ব্যাটে-বলে সমানতালেও লড়তে দেখা গিয়েছে এই ক্রিকেটারকে। মাঠের বাইরের শত বিতর্ককে পাশ কাটিয়ে সাকিব বারবার ফিরেছেন নায়কের বেশে। মাঠে খেলতে নামবেন টাইগার এই অধিনায়ক, আর রেকর্ড হবে না এমন দিন অবশ্য খুব কমই এসেছে সাম্প্রতিক সময়ে।
যার সবশেষ উদাহরণ দেখা গেলো রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গতকাল সিরিজের শেষ ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে টাইগাররা। এদিন ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সোরার খেতাবও জিতেছেন সাকিব আল হাসান।
গতকালের সিরিজ সেরা পুরস্কার হাতে নিয়েই নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজ সেরা হিসেবে তার আগে কেবল রয়েছে শচীন টেন্ডুলকার এবং ভিরাট কোহলি। সবমিলিয়ে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ তম সিরিজ সেরার পুরস্কার এটি। ২০ টি সিরিজ সেরার পুরস্কার শচীনের এবং কোহলির রয়েছে ২০ টি।
এদিকে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১১তম ম্যাচ সেরা এটি সাকিবের, এরচেয়ে বেশি কেবল তিন ক্রিকেটারের রয়েছে। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচ নাম্বার সিরিজ সেরার পুরস্কার এটি সাকিবের। এরচেয়ে কেবল একটা বেশি ভিরাট কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ৪২ তম ম্যাচ সেরার পুরস্কার ছিল গতকালের ম্যাচটি। এরচেয়ে বেশিবার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কেবল ৭ ক্রিকেটার।