সিলেট প্রতিনিধি ঃ দক্ষিণ সুরমা উপজেলার ৫ নং সিলাম ইউনিয়নের চেয়ারম্যান ও সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা ইকরাম হোসেন বখত গুরুতর অসুস্থ। বুধবার (১৭ মার্চ) সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত সিলেট নগরীর লামাবাজারস্ত মেট্রো ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা অপরিবর্তিত ।
মেট্রো ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ইকরাম হোসেন বখত এর শরীরের একাধিক স্থানে ও গাড়ের হাড় ভাঙা। বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল।
ইকরাম হোসেন বখত এর পরিবারের সূত্রে জানা যায়, সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরীর অত্যন্ত আস্থাভাজন ও প্রিয়জন ছিলেন চেয়ারম্যান ইকরাম । এমপি’র মৃত্যুর পর থেকেই শারিরীকভাবে দূর্বল হয়ে যান তিনি। আর বুধবার শারীরিক অসুস্থতার অবনতি ঘটলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ক্লিনিকে ভর্তি করা হয়।
এদিকে, ইকরাম হোসেনর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য: ২০০৫ সালে জামায়াত শিবিরের হামলায় গুরুতর আহত হয়ে ভারতে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হন ইকরাম। আর বর্তমান ওই হামলার আঘাতের নিয়ে বেঁচে আছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ইকরাম৷
রিপোর্ট : মোঃ শাহীন আহমদ,সিলেট।
আরও পড়ুন: সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে