সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে ।সেই সাথে কমেগেছে সুস্থতা। সিলেট বিভাগে ৩৪জন করোনায় আক্রান্ত হয়েছেন
সিলেট প্রতিনিধি : চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৮জন। এছাড়া বিভাগের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৯জন চিকিৎসাধীন রয়েছেন। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮০ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৫৪জন। সেই সাথে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৭৬জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১০জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ১৪জন। শুক্রবার (১৯ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেটভিউ-কে এ তথ্য জানান।
সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৪জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৫৪জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ১৮৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৬৪জন, হবিগঞ্জে ২ হাজার ১৬জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুন : লকডাউনসহ ১২ প্রস্তাবের বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী