শাহিন আহমদ,সিলেট জেলা প্রতিনিধি:
সিলেটে করােনা আক্রান্ত রােগীদের জন্য সরকার আইসিইউর সংখ্যা বেড়েছে। সিলেট এমএজি ওসমানাী মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়েছে। এ নিয়ে বর্তমানে সরকারিভাবে সিলেটে করােনা আক্রান্ত রােগীদের জন্য ২২টি আইসিইউ সুবিধা রয়েছে।
ওসমানী হাসপাতাল সূত্রে জানা যায়, করােনা আক্রান্ত রােগীদের হাসপাতালে ৮টি আইসিইউসহ ২০০ শয্যার করােনা ইউনিট তৈরির প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। হাসপাতালে সাধারণ রােগীদের জন্য থাকা ১৮টি আইসিইউ শয্যা থেকে ৮টি আইসিইউ শয্যা করােনা আক্রান্ত রােগীদের জন্য প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল পর্যন্ত এসব আইসিইউতে ৪ জন করােনা আক্রান্ত রােগী ভর্তি হয়েছেন। এছাড়া করােনা আক্রান্ত হয়ে আরও ১১ জন হাসপাতালটিতে ভর্তি আছেন।
সাধারণত অপারেশনের রােগী বা হাসপাতালে ভর্তি থাকা রােগীদের মধ্যে যাদের করােনা পজেটিভ পাওয়া গেছে তাদের ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালটির উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আগে থেকেই করােনা আক্রান্ত রােগীদের চিকিৎসা চলছে। আমাদের ২০০ শয্যার প্রস্তুতি রয়েছে। এর মধ্যে ৮টি শয্যায় আইসিইউ সুবিধা রয়েছে। হাসপাতালের নতুন বিল্ডিংয়ে করােনা ইউনিট করার ইচ্ছা আছে।’
তিনি আরও বলেন, হাসপাতালটিতে অনেক প্রসূতির অপারেশন হয়, অনেকেই হাত ভেঙ্গে পা ভেঙ্গে বা বিভিন্ন জটিল রােগ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে অনেকের করােনার সংক্রমণ শনাক্ত হয়। তাদেরকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানাে সম্ভব হয় না। সেসব রােগীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ করােনার উপসর্গ নিয়ে আসা রােগীদের হাসপাতালে রাখা হচ্ছে কি না এমন প্রশ্নে ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘করােনা উপসর্গ নিয়ে আসা রােগীদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হয়েছে। প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩৫ জন রােগী করােনা উপসর্গ নিয়ে এই ওয়ার্ডে এসে ভর্তি হচ্ছেন। পরে কোভিড় পরীক্ষা করে তাদের কারাের পজিটিভ আসলে করোনার চিকিৎসার জন্য করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে সিট না পেলে ওসমানীতে চিকিৎসা দেয়া হয়।
আরও পড়ুন :হবিগন্জ জেলায় অস্ত্র,মাদকসহ ৬ চিনতাইকারী গ্রেপ্তার