শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি, অশালীন ও অশ্রাব্য ভাষা ব্যবহার করে লাইভ ভিডিও প্রকাশ করায় মোঃ কামরুল ইসলাম ফারুকী@ মিন্টু (৪৫) বাদী হয়ে ৩০/০৪/২০২১ খ্রিঃ তারিখে সিলেট জেলার জকিগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১/২৫ (খ) ধারায় বিবাদী মোঃ সায়েম আহম্মেদ (৪৬) নামে একটি মামলা করেন।
পরবর্তীতে উক্ত মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল এসএমপি সিলেট এর শাহপরাণ (রঃ) থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ৩০/০৪/২১ খ্রিঃ তারিখ ০১.৩০ ঘটিকার সময় এসএমপি-সিলেট এর শাহপরাণ(রঃ) থানাধীন মেজর টিলা পয়েন্ট হইতে সিলেট জেলার জকিগঞ্জ থানার মামলা নং- ৩৩, তারিখ ৩০ এপ্রিল ২০২১, ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১/২৫ (খ) মূলে পলাতক আসামী মোঃ সায়েম আহম্মেদ (৪৬), পিতা- মৃত ইব্রাহিম আলী, সাং- ইলাবাজ, থানা-জকিগঞ্জ, জেলা- সিলেট, বর্তমান ঠিকানাঃ এ/পি- মেজর টিলা, মালুয়া হাউজ, বাসা নং-৭, থানা- শাহপরাণ(রঃ), এসএমপি-সিলেট’কে আটক করে। আটককৃত আসামীকে সিলেট জেলার জকিগঞ্জ থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।