শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি:
এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার জনাব আহমেদ পেয়ার এর দিক নিদের্শনায় অফিসার ইনচার্জ জনাব খান মুহাম্মদ মাইনুল জাকির ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ জসিম উদ্দিন দ্বয়ের নেতৃত্বে এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ সঙ্গীয় এসআই(নিঃ)/আবুল হোসেন, এসআই(নিঃ)/অমিত সাহা, এসআই(নিঃ)/মোঃ নাজমুল আলম ও রাত্রীকালীন মোবাইল-৩১ ডিউটিতে নিয়োজিত এএসআই(নিঃ)/আমির উদ্দিন, কং/১৮৮১ বোরহান উদ্দিন, কং/১৫৯৮ ছানা মিয়া সহ এয়ারপোর্ট থানার জিডি নং-৬০, তাং-০২/০৫/২০২১খ্রিঃ মূলে থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিলের নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন বড়বাজার সাকিনস্থ মুসকিল আহসান সাহেবের মাজার ও মোজাফ্ফর মিয়ার পারিবারিক গোরস্থানের সামনে পাকা রাস্তার উপর হতে গত ০২/০৫/২০২১খ্রিঃ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় উপস্থিত হয়ে আসামী ১। শেখ মোঃ জীবন মিয়া (২৫), পিতা-মৃত শেখ সাজিদ মিয়া, সাং-গোয়াইটুলা (কালাশাহ মাজার সংলগ্ন মিলন মিয়ার কলোনী), থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে আটক করতঃ তার হেফাজত হতে ০৯(নয়) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ জব্দ তালিকা প্রস্তুত করেন। ধৃত আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-০৩, তাং-০৩/০৫/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।