শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি ঃ সময় অনুমান ৬ :৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ অছিকুর রহিম ছিদ্দিক এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ সৌমেন দাস, এসআই(নিঃ)/ শামীম উদ্দিন, এএসআই(নিঃ)/ইমদাদুল হক, কনস্টেবল/৭৩৫ জীবন মিয়া, কনস্টেবল/১৪০৫ আব্দুল্লাহ আল মামুন, কনস্টেবল/৯০৩ নজরুল ইসলাম, কনস্টেবল/১৫৬৩ হাসান বক্স, কনস্টেবল/৮২৪ আবু সুফিয়ান-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন কুমারপাড়া রোড, দক্ষিণ শাহী ঈদগাহ এর লালগেইটস্থ সরকারবাড়ীর মার্কেটের রাশেদ মটস্ নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীর নাম মো. সুহেল মিয়া (৩২), পিতা- মৃত আব্দুল হাসিম, মাতা-ফিরোজা বেগম, সাং- বিষমপুর, থানা- পূর্বধলা, জেলা- নেত্রকোনা, বর্তমানে- খানবাড়ী, রুমেল খানের ভাড়াটিয়া, কদমতলী, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন।
আরও পড়ুন : দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে মাদক (গাঁজা) উদ্ধার গ্রেফতার ১
গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ২২ (বাইশ) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী একজন পেশাগত মাদক ব্যবসায়ী, সে সিলেট শহরের কাষ্টঘর এলাকা হতে ইয়াবা ট্যাবলেট (মাদক) সংগ্রহ করে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রয় করে থাকে। সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় যে, ধৃত আসামীর বিরুদ্ধে ১। এসএমপি’র দক্ষিণ সুরমা থানার এফ আই আর নং-৩/১৮৯, তারিখ- ০৫ অক্টে, ২০১৮; সময়- ১২:১৫ ঘটিকা ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এই মামলায় সে এজাহারে অভিযুক্ত। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
আরও পড়ুন : সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও ১জনের মৃত্যু হয়েছে