প্রত্যয় ডেস্ক: মহানবীকে (সা.) বিদ্রূপ করে কার্টুন প্রকাশে সমর্থন ও ইসলামবিদ্বেষী মন্তব্যের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা উদ্যোগী হয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ বিষয়ে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস ও মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। সন্ত্রাসবাদ ও চরমপন্থার সঙ্গে ইসলাম এবং ইসলামী চিন্তাধারার পার্থক্যের ব্যাপারে নিজের অবস্থান জানাতে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে।
ম্যাক্রোঁ ফরাসি মূল্যবোধ রক্ষার পাশাপাশি উত্তেজনা প্রশমিত করতে এবং ভুল বোঝাবুঝি নিরসনে চেষ্টা করছেন বলে সংবাদমাধ্যমটি দাবি করেছে। মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি এবং ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস উভয়ই ম্যাক্রোঁকে সহযোগিতার কথা জানিয়েছেন। ম্যাক্রোঁর অফিস থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, সিসি ফ্রান্সের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং এ হামলার পাশাপাশি বিক্ষোভেরও নিন্দা করেছেন।
অপরদিকে সিসির কার্যালয় জানিয়েছে, মিসরের প্রেসিডেন্ট সোমবারের ফোনালাপে ম্যাক্রোঁকে বিভিন্ন ধর্মের মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে আলোচনা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার তথ্যমতে, মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে ম্যাক্রোঁ ‘ইসলাম ও ইসলামী বিশ্বের প্রতি শ্রদ্ধা’ প্রকাশ করেছেন।
এ ছাড়া উগ্রবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে নিজেদের জোরালো অবস্থানের কথা জানিয়েছেন মাহমুদ আব্বাস।