আন্তর্জাতিক ডেস্ক: দায়িত্ব গ্রহণের পর প্রথম তিন দিনের সফরে মধ্য আমেরিকায় রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সফরের প্রথম দিনে গুয়েতেমালায় গিয়ে অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রমুখী না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেসান্দ্রোর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গুয়েতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের জনগণকে যুক্তরাষ্ট্রমুখী হওয়া থেকে বিরত রাখা খুবই জরুরি।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সীমান্তে তার আইন প্রয়োগ অব্যাহত রাখবে। যদি কেউ সীমান্তে আসে তাহলে তাকে ফেরত পাঠানো হবে।’
জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকে বাইডেন প্রশাসন অবৈধ অভিবাসীদের নিয়ে চাপে রয়েছে। মধ্য আমেরিকার কয়েকটি দেশ থেকে অভিবাসীরা দারিদ্র ও দুর্নীতি থেকে বাঁচতে আমেরিকার দিকে ছুটছে।
এছাড়া দেশটির মানব ও মাদকপাচার এবং দুর্নীতি রোধে কাজ করার ঘোষণাও দিয়েছেন হ্যারিস।
তিনি বলেন, ‘মাদক ও মানবপাচার রোধে টাস্কফোর্স তৈরিতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। একইভাবে দুর্নীতি রোধে কাজ করতেও আমরা সম্মত হয়েছি। যুক্তরাষ্ট্র গুয়েতেমালার প্রসিকিউটরদের প্রশিক্ষণ দেবে যাতে করে একটি স্বাধীন বিচার ব্যবস্থা দেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে পারে।’
গুয়েতেমালা থেকে মেক্সিকো সফরে যাওয়ার কথা রয়েছে কমলার। যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সীমান্ত থাকা দেশটির অভিবাসী ও সেখান থেকে পাচার হয়ে আসা মাদক নিয়ে চাপে রয়েছে যুক্তরাষ্ট্র।