শেখ সাখাওয়াত হোসেন,পাবনা (জেলা) প্রতিনিধি:
পাবনার সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, রবি মৌসুমের ফসল গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখি, চিনাবাদাম ও শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারির আবাদ ও উৎপাদন বৃদ্ধি প্রণোদনা বিতরণ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সুজানগর উপজেলা পরিষদের হল রুমে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারজানা ও উপজেলা প্রকৌশলী নাজমুল হাসান প্রমুখ।