দৈনিক প্রত্যয় ডেস্কঃ সুনামগঞ্জে নতুন করে ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আংশিক লকডাউন করা হয়েছে।
জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে ১১ জন আক্রান্তদের মধ্যে বিশ্বম্ভরপুর ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন স্বাস্থ্য কর্মী রয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলার চারজন, দোয়ারাবাজার উপজেলার তিনজন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দুইজন, জগন্নাথপুরের একজন এবং সুনামগঞ্জ সদর উপজেলার একজন।
সুনামগঞ্জের সিভিল সার্জন মো. শামস উদ্দিন জানান, ২২ ও ২৩ এপ্রিল সুনামগঞ্জ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল যাদের, তাদের মধ্য থেকে পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ এসেছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে এই তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন আরও বলেন, স্বাস্থ্যকর্মীরা করোনা উপসর্গে রোগীদের সোয়াব ও থ্রটসের নমুনা সংগ্রহের সময় আক্রান্ত হতে পারেন। এজন্য বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরো লকডাউন ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আংশিক লকডাউন করা হয়েছে। জীবাণুমুক্ত করার পর এগুলো আবারও খোলে দেয়া হবে। স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হওয়ায় দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লক ডাউন করা হয়েছে।
অন্যদের মধ্যে যারা আক্রান্ত হয়েছেন; সম্প্রতি তারা ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকা থেকে গ্রামের বাড়িতে করোনা উপসর্গ নিয়ে এসেছেন। নমুনা পরীক্ষার পর তাদের ফলাফল পজেটিভ এসেছে। জেলায় ৩ হাজার ৯১৩ জন আইসোলেশনে রয়েছে। ১৫ জন হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন। এখন হোমকোয়ারেন্টাইনে রয়েছেন ৪৭ জন।
দৈনিক প্রত্যয়/ জাহিরুল মিলন