সোহানুর রহমান সোহাগ: বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়া জনপ্রিয়। বাংলাদেশের তরুণেরা সোশ্যাল মিডিয়ায় তাদের বিভিন্ন ধরনের প্রতিভা ও বুদ্ধিমত্তাকে কাজ লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর এর নাম নোমান।
ইউটিউব ও ফেসবুকে সব থেকে জনপ্রিয় বাংলাদেশী কন্টেন্ট ক্রিয়েটরদের একজন নোমান।
নোমান চাঁদপুর জেলায় ১৯৯৬ সালে জন্ম গ্রহণ করে। ছোট বেলা থেকেই দুরন্ত ছিল সে। ২০১৭ সালে শুরু হয় তার ইউটিউব ক্যারিয়ারের শুরু। প্রথমে শখের বসে কন্টেন্ট তৈরি শুরু করলেও দর্শকদের ব্যাপক পরিমাণ সাড়া পাওয়ায় ইউটিউব নিয়েই গড়ে তোলেন ক্যারিয়ার হিসেবে।
Dhakaiya swag নামের চ্যানেল দিয়ে যাত্রা শুরু হবার পর ব্যাপক জনপ্রিয়তা পায় সে। পরে অনেক কারণে সেই চ্যানেল এ ভিডিও নির্মাণ ছেড়ে দিয়ে নিজের নামে তৈরি করেন চ্যানেল। সেই চ্যানেলেও তাকে দর্শকরা গ্রহণ করেন।
বন্ধুদের নিয়ে ভ্লগ তৈরি এবং বাস্তবতার ন্যায়ে রোস্টিং ভিডিও তৈরি করে থাকেন নোমান।
তার ইউটিউবে বতর্মান সাবস্ক্রাইবার সংখ্যা দুই লক্ষ পঞ্চাশ হাজার। এর আগের চ্যানেলে তার সাবস্ক্রাইবার সংখ্যা ছিল তিন লক্ষাধিক।
নোমান বলেন, এখন সোশ্যাল মিডিয়ায় নিম্নমানের কন্টেন্ট এ ভর্তি। সেসব কন্টেন্ট গুলোকেই আমি রোস্ট করে থাকি যাতে তারা পরিবর্তিতে এসব ভিডিও তৈরি থেকে বিরত থাকে। সোশ্যাল মিডিয়া কে আগের মতো পরিশুদ্ধ প্ল্যাটফর্মে পরিণত করার একটা পরিকল্পনা আমার। যাতে সাধারণ মানুষের কাছে সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভুল ধারণা বদলে যায়।
এছাড়াও নোমান কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি তিনি একজন তরুণ উদ্যোক্তা।